সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা
- Update Time : 02:43:33 pm, Tuesday, 20 January 2026
- / 26 Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধে এক প্রতিবন্ধী অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা।
মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার নয়াপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত চালকের নাম সোহেল। তিনি নয়াপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে সোহেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা।
পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

























