জাতীয় আসরে চতুর্থ শ্রেণীর ছাত্রী বুশরার সাহসী ফেন্সিং
- Update Time : 08:36:49 pm, Monday, 19 January 2026
- / 64 Time View
বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজিত ৯ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় নিজের দৃপ্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন আড়াইহাজার ফেন্সিং ক্লাবের সর্বকনিষ্ঠ ফেন্সার জান্নাতুল বুশরা। চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী প্রথমবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েই ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করে নজর কেড়েছে।
গত ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজসহ দেশের প্রায় ১৮টি ক্লাবের প্রায় ২৫০ জন ফেন্সার অংশগ্রহণ করেন।
এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে জান্নাতুল বুশরা ফয়েল ব্যক্তিগত ইভেন্টে ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করে। বয়স ও অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে থেকেও তার এই অবস্থান ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
পাশাপাশি, মেয়েদের ফয়েল দলীয় ইভেন্টে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের পক্ষে তাম্র পদক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুশরা। একই দলের অন্য খেলোয়াড়রা হলেন আড়াইহাজার আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিশাত আক্তার, অষ্টম শ্রেণীর ছাত্রী আরিফা আক্তার সামিয়া ও মহিমুন নাহার মাহিমা।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় আড়াইহাজার ফেন্সিং ক্লাব থেকে মোট ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রথমবার অংশগ্রহণ করেই সর্বকনিষ্ঠ ফেন্সারের এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্স আড়াইহাজার ফেন্সিং ক্লাবের প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা এবং নতুন প্রজন্মের ফেন্সিং সম্ভাবনার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























