বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা
- Update Time : 08:23:57 pm, Monday, 19 January 2026
- / 24 Time View
বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বেতন সহায়তা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম শাহ নেওয়াজ শিবলু।
সোমবার (১৯ জানুয়ারি) উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির একাধিক অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গোলাম শাহ নেওয়াজ পরিবার নিয়ে স্থায়ীভাবে যুক্তরাজ্য বসবাস করেও দেশের অসহায়, দরিদ্র ও শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন ভাবে নিরব নিভৃতে সহায়তা দিয়েছে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের সমাজসেবক গোলাম শাহ নেওয়াজ এর পক্ষে আজ ছাত্র ছাত্রীদের বেতন সহায়তা পৌঁছে দেন তাঁর প্রতিনিধি বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া ও তরুণ কবি লাহিন নাহিয়ান।
পারিবারিক অস্বচ্ছতার কারণে বেতন পরিশোধ করতে না পারা মোট নয়জন ছাত্র ছাত্রীর পুরো এক বছরের বেতন সহায়তা প্রদান করে ছাত্র ছাত্রীদের অভিভাবকের হাতে বেতন পরিশোধের রশিদ তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিতি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হুদা, ছাত্র ছাত্রীর অভিভাবক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী।

























