Dhaka 11:30 pm, Thursday, 15 January 2026

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর সঙ্গে সাক্ষাতে বাধা: যুবক গ্রেফতার

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 07:53:32 pm, Thursday, 15 January 2026
  • / 33 Time View
৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীন এর সঙ্গে জনগণের সৌজন্য সাক্ষাৎকালে বাধা প্রদানকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীন তাঁর দলীয় ৩০/৪০ জন কর্মী-সমর্থক নিয়ে ফতুল্লা থানার বাঁশমলি এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় তাদের পেছনে এক অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এনসিপির কর্মীরা তাকে পরিচয় জানতে চান।

পরবর্তীতে শরীর তল্লাশিকালে যুবকের কাছে একটি ছোঁড়া (ধারালো অস্ত্র) পাওয়া যায়। ছোঁড়া নিয়ে তাদের পিছু নেওয়ার কারণ জানতে চাইলে যুবকটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এনসিপির কয়েকজন কর্মী তাকে ধাওয়া করে আটক করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এনসিপির দুইজন কর্মী সামান্য আহত হন।

ঘটনার সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, যিনি ঈগল টু ডিউটিতে নিয়োজিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান-এর নির্দেশে দ্রুত পশ্চিম দেওভোগ বাঁশমলি এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি অভিযুক্ত যুবকের নাম-ঠিকানা সংগ্রহ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় বিষয়টি অবগত হলে দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতারের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪)। তার পিতার নাম মোঃ সিদ্দিক, মাতার নাম নুর জাহান। স্থায়ী ঠিকানা বল্লমজা, থানা ও জেলা গাইবান্ধা। বর্তমানে সে ফতুল্লার বাঁশমলি এলাকায় কালাহাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। জানা গেছে, সে তার বাবার চায়ের দোকানে সহযোগিতা করত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর সঙ্গে সাক্ষাতে বাধা: যুবক গ্রেফতার

Update Time : 07:53:32 pm, Thursday, 15 January 2026
৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীন এর সঙ্গে জনগণের সৌজন্য সাক্ষাৎকালে বাধা প্রদানকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীন তাঁর দলীয় ৩০/৪০ জন কর্মী-সমর্থক নিয়ে ফতুল্লা থানার বাঁশমলি এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় তাদের পেছনে এক অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এনসিপির কর্মীরা তাকে পরিচয় জানতে চান।

পরবর্তীতে শরীর তল্লাশিকালে যুবকের কাছে একটি ছোঁড়া (ধারালো অস্ত্র) পাওয়া যায়। ছোঁড়া নিয়ে তাদের পিছু নেওয়ার কারণ জানতে চাইলে যুবকটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এনসিপির কয়েকজন কর্মী তাকে ধাওয়া করে আটক করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এনসিপির দুইজন কর্মী সামান্য আহত হন।

ঘটনার সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, যিনি ঈগল টু ডিউটিতে নিয়োজিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান-এর নির্দেশে দ্রুত পশ্চিম দেওভোগ বাঁশমলি এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি অভিযুক্ত যুবকের নাম-ঠিকানা সংগ্রহ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় বিষয়টি অবগত হলে দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতারের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪)। তার পিতার নাম মোঃ সিদ্দিক, মাতার নাম নুর জাহান। স্থায়ী ঠিকানা বল্লমজা, থানা ও জেলা গাইবান্ধা। বর্তমানে সে ফতুল্লার বাঁশমলি এলাকায় কালাহাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। জানা গেছে, সে তার বাবার চায়ের দোকানে সহযোগিতা করত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।