টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিছ ইয়াবা জব্দ
- Update Time : 01:43:59 am, Thursday, 15 January 2026
- / 19 Time View
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিয়মিতভাবে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা দিয়ে মাদক কারবারিরা ইয়াবা পাচারের পরিকল্পনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি সমন্বিত দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু হলে ইয়াবা বহনকারী একটি অটোরিকশার চালক গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। পরে চালকবিহীন অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও অটোরিকশা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।





















