শেরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : 02:33:16 pm, Tuesday, 13 January 2026
- / 24 Time View
বগুড়া জেলার শেরপুর উপজেলার ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ ভবনে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারী) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
দোয়া মাহফিলের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আবু হাসান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।




















