Dhaka 7:26 am, Tuesday, 13 January 2026

ময়মনসিংহে কবির হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : 05:03:31 pm, Monday, 12 January 2026
  • / 32 Time View
৪০

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কবির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আরিফ (২০) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কবির হোসেন এর সাথে ধৃত আসামি মোঃ আরিফ (২০),সহ এজাহার নামীয় আসামিদের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার আগের দিন মোঃ খোকা মিয়া এর ছেলে আরিফ প্রকাশ্যে ধুমপান করলে ভিকটিম কবির হোসেন (৩৮) মোঃ খোকা মিয়াকে নালিশ দেন। নালিশ দেওয়াকে কেন্দ্র করে ধৃত আসামি সহ এজাহারনামীয় অপর আসামি ক্ষিপ্ত হয় এবং ভিকটিমকে মারপিট করার হুমকি দেয়। গত ১২ নভেম্বর ২০২৫খ্রিঃ সময় ১৭:০০ ঘটিকায় ভিকটিম তার বসতবাড়ি সংলগ্ন ফিসারীতে গেলে ধৃত আসামী সহ এজাহারনামীয় অপর আসামি তথায় ভিকটিমকে গালিগালাজ করতে থাকে। ভিকটিম তাদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাকার জন্য বলেন এবং উক্ত ঘটনাস্থল হতে চলে যেতে বলেন। তৎক্ষনাত ধৃত আসামি সহ এজাহার নামীয় অপর আসামি হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ভিকটিম চিৎকার দিয়ে পুকুরের পানিতে পড়ে গেলে আসামীদ্বয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে ভিকটিম মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১২ জানুয়ারী ২০২৬খ্রিঃ আনুমানিক ০০:১০ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, পোড়াবাড়ী, গাজীপুর এর সহায়তায় জিএমপি, গাজীপুর, বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফ (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত পেশ বিজ্ঞপ্তি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহে কবির হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার

Update Time : 05:03:31 pm, Monday, 12 January 2026
৪০

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কবির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আরিফ (২০) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কবির হোসেন এর সাথে ধৃত আসামি মোঃ আরিফ (২০),সহ এজাহার নামীয় আসামিদের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার আগের দিন মোঃ খোকা মিয়া এর ছেলে আরিফ প্রকাশ্যে ধুমপান করলে ভিকটিম কবির হোসেন (৩৮) মোঃ খোকা মিয়াকে নালিশ দেন। নালিশ দেওয়াকে কেন্দ্র করে ধৃত আসামি সহ এজাহারনামীয় অপর আসামি ক্ষিপ্ত হয় এবং ভিকটিমকে মারপিট করার হুমকি দেয়। গত ১২ নভেম্বর ২০২৫খ্রিঃ সময় ১৭:০০ ঘটিকায় ভিকটিম তার বসতবাড়ি সংলগ্ন ফিসারীতে গেলে ধৃত আসামী সহ এজাহারনামীয় অপর আসামি তথায় ভিকটিমকে গালিগালাজ করতে থাকে। ভিকটিম তাদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাকার জন্য বলেন এবং উক্ত ঘটনাস্থল হতে চলে যেতে বলেন। তৎক্ষনাত ধৃত আসামি সহ এজাহার নামীয় অপর আসামি হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ভিকটিম চিৎকার দিয়ে পুকুরের পানিতে পড়ে গেলে আসামীদ্বয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে ভিকটিম মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১২ জানুয়ারী ২০২৬খ্রিঃ আনুমানিক ০০:১০ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, পোড়াবাড়ী, গাজীপুর এর সহায়তায় জিএমপি, গাজীপুর, বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফ (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত পেশ বিজ্ঞপ্তি।