Dhaka 7:26 am, Tuesday, 13 January 2026

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে আবু হাসানকে ঘিরে বিতর্ক

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 12:37:09 am, Monday, 12 January 2026
  • / 90 Time View
১০১

 

নারায়ণগঞ্জে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে আবু হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে আসছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, আবু হাসানের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—এমন কথা বলে ভয়ভীতি দেখান। কেউ তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলা বা প্রশাসনিক ঝামেলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি কার্যক্রম চললেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। সম্প্রতি কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিষয়টি প্রকাশ্যে আনলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের নাম অপব্যবহার করে কেউ এভাবে অপরাধ চালিয়ে গেলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত করবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে আবু হাসানকে ঘিরে বিতর্ক

Update Time : 12:37:09 am, Monday, 12 January 2026
১০১

 

নারায়ণগঞ্জে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে আবু হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে আসছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, আবু হাসানের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—এমন কথা বলে ভয়ভীতি দেখান। কেউ তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলা বা প্রশাসনিক ঝামেলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি কার্যক্রম চললেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। সম্প্রতি কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিষয়টি প্রকাশ্যে আনলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের নাম অপব্যবহার করে কেউ এভাবে অপরাধ চালিয়ে গেলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত করবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।