৬৬ টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র কে সরিয়ে নিচ্ছে ট্রাম্প
- Update Time : 10:07:00 am, Thursday, 8 January 2026
- / 34 Time View
যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে এক স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, সংস্থাগুলো ‘এখন আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না’ এমন যুক্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে। তবে বিবৃতিতে সংস্থাগুলোর নাম নির্দিষ্ট করে বলা হয়নি।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বিশ্ব সংস্থা থেকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প।


























