মৌলভীবাজারের আহমেদ রিয়াজ এর প্রতারণায় নি: স্ব বহু পরিবার!!!
- Update Time : 04:06:26 pm, Tuesday, 30 December 2025
- / 44 Time View
নেপথ্যে : আন্তর্জাতিক মানবপাচারকারী সিন্ডিকেট।
মৌলভীবাজারের আহমেদ রিয়াজ বর্তমানে দুবাই অবস্থান করছেন। তার ভয়ংকর প্রতারণার ফাঁদে ভুক্তভোগী রাসেল আহমেদ এর মত বহু মানুষ এখন বিচারের দ্বারে দ্বারে ঘুরছে। অনুসন্ধানে জানা যায়, বিদেশে নেওয়ার কথা বলে প্রায় তিন বছর আগে সিরাজগঞ্জের ভুক্তভোগী রাসেল আহমেদ এর নিকট থেকে একাধিক ধাপে ধাপে প্রায় ৯ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় আহমেদ রিয়াজ। এরপর থেকে শুরু হয় প্রতারণার দ্বিতীয় ধাপ। ফেরত দেয়ার হাজার প্রতিশ্রুতি দেয়ার পরেও ভুক্তভোগী কে একটাকাও ফেরত দেয়নি আহমেদ রিয়াজ। এ বিষয় এ আমাদের প্রতিনিধি দল তার গ্রামের বাড়ি তে গিয়েও আহমেদ রিয়াজ এর পরিবার এর সাথে যোগাযোগ করতে পারেনি। সাংবাদিক দের দেখে আগেই গা ঢাকা দেয় তার পরিবার।

এলাকায় আরও বেশকিছু স্থানীয় দের সঙ্গে কথা বলে আহমেদ রিয়াজ এর প্রতারণার আরও লোমহর্ষক তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। বিষয় টি নিয়ে ইতিমধ্যেই মৌলভীবাজার থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। এলাকাবাসীর দাবি ভুক্তভোগী রাসেল আহমেদ সহ প্রতারণার শিকার অন্যান্য ভুক্তভোগীদের এভাবে পথে নামানো ভয়ংকর প্রতারক আহমেদ রিয়াজ ও তার সহযোগী তার স্ত্রী কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুস্ঠু বিচার এর আওতায় আনা হোক।




















