নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
- Update Time : 01:07:55 am, Saturday, 27 December 2025
- / 24 Time View
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই শ্রমিক জহিরুল ইসলাম ও হাসানের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। দুপুর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিকেল সাড়ে তিনটায় তাদের সঙ্গে উদ্ধার অভিযানে নামে স্থানীয় বেসরকারি ডবুরি দল। পৌনে চারটায় ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুমের তলা থেকে একে একে উদ্ধার করেন নিখোঁজ জহিরুল ও হাসানের লাশ। পরে পাগলা নৌ-পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, দূর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করে রাজধানির সদরঘাটে রেখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























