Dhaka 10:29 pm, Wednesday, 24 December 2025

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: নারায়ণগঞ্জে ৬ ফ্যাসিস্ট গ্রেফতার, ব্যাপক চেকপোস্ট ও যানবাহন তল্লাশি

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 06:48:55 pm, Wednesday, 24 December 2025
  • / 128 Time View
১৪১

“অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানা এলাকা থেকে মোট ৬ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সদর মডেল থানা পুলিশ কর্তৃক মোঃ আরমান হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মোঃ সিরাজুল ইসলাম, বন্দর থানা পুলিশ কর্তৃক মোঃ রুবেল (৪০), রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক নজরুল ইসলাম মফিজ (৫৪) ও রুবেল মিয়া (৩৬) এবং আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক মোঃ জাহাঙ্গীর আলম (৪৪)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে নিরবিচ্ছিন্নভাবে সাতটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে মোট ১৪১টি যানবাহন ও ৪২৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ২২টি প্রসিকিউশন দাখিল করা হয় এবং ১৩টি মোটরসাইকেল আটক করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বত্র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: নারায়ণগঞ্জে ৬ ফ্যাসিস্ট গ্রেফতার, ব্যাপক চেকপোস্ট ও যানবাহন তল্লাশি

Update Time : 06:48:55 pm, Wednesday, 24 December 2025
১৪১

“অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানা এলাকা থেকে মোট ৬ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সদর মডেল থানা পুলিশ কর্তৃক মোঃ আরমান হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মোঃ সিরাজুল ইসলাম, বন্দর থানা পুলিশ কর্তৃক মোঃ রুবেল (৪০), রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক নজরুল ইসলাম মফিজ (৫৪) ও রুবেল মিয়া (৩৬) এবং আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক মোঃ জাহাঙ্গীর আলম (৪৪)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে নিরবিচ্ছিন্নভাবে সাতটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে মোট ১৪১টি যানবাহন ও ৪২৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ২২টি প্রসিকিউশন দাখিল করা হয় এবং ১৩টি মোটরসাইকেল আটক করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বত্র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।