Dhaka 9:12 pm, Wednesday, 24 December 2025

বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 05:41:10 pm, Wednesday, 24 December 2025
  • / 71 Time View
৮৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বন্দর থানা পুলিশ একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গত ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন পশ্চিম পাশে জুয়েল-এর নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে ফাঁকা জায়গা থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিজান (২০), পিতা মোঃ জাকির হোসেন ও মোঃ টিটু (৪০), পিতা তাওলদ হোসেন। তারা উভয়েই শান্তিনগর প্রাইমারি স্কুল সংলগ্ন মদনগঞ্জ ১৯নং ওয়ার্ড, বন্দর থানা এলাকার বাসিন্দা।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি পুরাতন ও মরিচাযুক্ত বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে রক্ষিত দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার

Update Time : 05:41:10 pm, Wednesday, 24 December 2025
৮৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বন্দর থানা পুলিশ একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গত ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন পশ্চিম পাশে জুয়েল-এর নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে ফাঁকা জায়গা থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিজান (২০), পিতা মোঃ জাকির হোসেন ও মোঃ টিটু (৪০), পিতা তাওলদ হোসেন। তারা উভয়েই শান্তিনগর প্রাইমারি স্কুল সংলগ্ন মদনগঞ্জ ১৯নং ওয়ার্ড, বন্দর থানা এলাকার বাসিন্দা।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি পুরাতন ও মরিচাযুক্ত বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে রক্ষিত দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।