তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে
- Update Time : 05:28:23 pm, Wednesday, 24 December 2025
- / 34 Time View
রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ ইমাম হাসান তাইমের হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে।
আগামী ৫ জানুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে আজ এ কথা জানান।
মামলার অন্য আসামিরা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মো. ওহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান ও মো. শাহদাত আলী।
বাকিরাও পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন তাইম। তার বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়াও রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক। ওই দিন বন্ধুর সঙ্গে চা পান করতে বেরিয়ে যাত্রাবাড়ী এলাকায় গুলিতে লাশ হয়ে ফিরতে হয় তাকে।























