ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নাঙ্গলবন্দ ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
- Update Time : 03:24:33 pm, Wednesday, 24 December 2025
- / 86 Time View
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নাঙ্গলবন্দ ব্রিজের ওপর আজ বুধবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহন পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর কিছু সময়ের জন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
এদিকে দুর্ঘটনার সঙ্গে জড়িত এক চালককে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে গতি নিয়ন্ত্রণ, নজরদারি জোরদার এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।























