টেকনাফে র্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- Update Time : 06:59:32 pm, Tuesday, 23 December 2025
- / 37 Time View
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল টেকনাফ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ভাড়া বাসা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আসাদ উল্লাহ (৪৬) ও জালাল আহমেদ (৬৫)। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





















