নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষ ভূমিকা চায় জামায়াত নেতা পরওয়ার
- Update Time : 11:11:20 pm, Monday, 22 December 2025
- / 22 Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনের আগে, চলাকালীন ও পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আজ বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার তাকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে। কোনো দল বা প্রার্থীর প্রতি বিশেষ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
জামায়াত নেতা বলেন, কারো বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনি প্রচারণাকালে গোয়েন্দা নজরদারি জোরদারের আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে ইতোমধ্যে একজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। তবে, মহানগর এলাকার বাইরে সফরের সময় পুলিশ ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত একটি হিন্দু সমাবেশের পর কিছু প্রার্থীর সমর্থকরা হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে।
পুলিশ কর্মকর্তারা তাকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা।
























