পরকীয়ার জেরে আড়াইহাজারে মাথাবিহীন আব্রাহাম হত্যা, পিবিআইয়ের হাতে মূল আসামি গ্রেপ্তার
- Update Time : 10:20:11 pm, Saturday, 20 December 2025
- / 24 Time View
পরকীয়াজনিত বিরোধের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত আলোচিত মাথাবিহীন আব্রাহাম হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
তিনি জানান, নিহত আব্রাহাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা ওয়াজেদ আলী খানের ছেলে। পেশায় তিনি একজন রং মিস্ত্রি ছিলেন। হত্যাকাণ্ডের দু’দিন পর ঘটনাস্থলের পাশের একটি ডোবা থেকে ব্যাগভর্তি অবস্থায় নিহতের মাথা ও হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত রুহুল আমিনের খালার সঙ্গে নিহত আব্রাহামের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে নিহত আব্রাহাম ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে রুহুল আমিন ও তার খালার পরিকল্পনায় আব্রাহামকে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামের বালুর মাঠে ডেকে এনে হত্যা করা হয়। পরিচয় গোপন ও প্রমাণ নষ্ট করতে হত্যার পর তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

নিহতের বোন জানান, গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আব্রাহামের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজার এলাকা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানীর মধ্য বাড্ডা এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।





















