নারায়ণগঞ্জে ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- Update Time : 04:34:43 pm, Wednesday, 17 December 2025
- / 23 Time View
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জ দেশের ব্যস্ততম শিল্পনগরীগুলোর একটি। এ শিল্পনগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কর্তৃক পুলিশ ও শিল্প পুলিশের জন্য ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিদেশে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিন উদ্দিন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের ব্যবহারের জন্য ৬টি পুলিশ ভ্যান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।























