মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ ফরিদ পরিদর্শনে জনসাধারণের ভীড়
- Update Time : 06:05:37 pm, Tuesday, 16 December 2025
- / 42 Time View
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ ফরিদ পরিদর্শনের জন্য জনসাধারণের ভীড় লক্ষ্য করা গেছে।
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নৌ-বাহিনীর জাহাজ বানৌজা শহীদ ফরিদ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে বাংলাদেশ নৌ-বাহিনীর নেভাল বার্থে জাহাজটি পরিদর্শনে জনসাধারণের উপস্থিত দেখা যায়।
নৌ-বাহিনীর জাহাজ বানৌজা শহীদ ফরিদের অধিনায়ক লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, ১৯৭১ সালে যুদ্ধোকালীন সময় শহীদ ফরিদ শহীদ হন। তার নামে জাহাজটির নামকরণ করা হয়। দেশ রক্ষার্থে সমুদ্র সীমা, বানিজ্য জাহাজ ও মৎস্য সম্পদের নিরাপত্তা নিশ্চিতে অংশ নেয়। জনসাধারণের উপস্থিতি নৌ-বাহিনীর কার্যক্রম পরবর্তী প্রজন্মের জানান জন্য মহান বিজয় দিবস উন্মুক্ত রাখা।




















