আজ মহান বিজয় দিবস
- Update Time : 12:59:30 am, Tuesday, 16 December 2025
- / 33 Time View
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাক হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে ত্রিশ লক্ষ শহীদ ও অসংখ্য নির্যাতিত মা-বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।

























