সোনারগাঁ থেকে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 09:30:24 pm, Saturday, 13 December 2025
- / 65 Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ ডিসেম্বর ২০২৫) নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর বিরাজ দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের সামনে পাকা রাস্তার ওপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে তার নাম মো: মনির হোসেন (৪১) বলে জানায়। তার পিতা মৃত শামসুল হক গাজী ও মাতা মমতাজ বেগম। স্থায়ী ঠিকানা—ইসলামবাগ পশ্চিম (কালী) আমলাব, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। বর্তমানে তিনি সিংলাব এলাকায় ইউসুফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পরে তার হেফাজত থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















