কক্সবাজার জেলায় নবনিযুক্ত অফিসার ইনচার্জদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : 05:09:12 pm, Monday, 8 December 2025
- / 23 Time View
কক্সবাজার জেলায় নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান এর সভাপতিত্বে নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, কক্সবাজার জেলা। তিনি নবনিযুক্ত অফিসার ইনচার্জদের প্রতি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে থানার কর্মপরিবেশ উন্নয়ন, অপরাধ দমন, সেবামুখী কার্যক্রম জোরদার এবং জনগণের আস্থা অর্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এছাড়া জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






















