Dhaka 10:14 pm, Saturday, 6 December 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ১৫তম ব্যাচের উদ্বোধন

Daily Agnishikha
  • Update Time : 06:30:31 pm, Saturday, 6 December 2025
  • / 129 Time View
১৫২

সাহাব উদ্দীন বিশেষ, প্রতিবেদকঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমের ১৫তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রে সমন্বয়, জরুরি প্রতিক্রিয়া, কমিউনিটি পুলিশিং, সাইবার মনিটরিংসহ বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী দায়িত্ব পালনকালে রাজনৈতিক নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব পরিস্থিতিতে দক্ষতার সাথে প্রয়োগ করতে হবে। জনগণের আস্থা, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা, গুজব, সহিংসতা ও অপরাধী চক্র সক্রিয় হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের মানসিক ও কারিগরি প্রস্তুতি থাকা জরুরি”।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন)। এ সময় প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবহারিক সেশন, গ্রুপ ডিসকাশন, সিমুলেশন ওয়ার্কশপের মাধ্যমে সমসাময়িক আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ১৫তম ব্যাচের উদ্বোধন

Update Time : 06:30:31 pm, Saturday, 6 December 2025
১৫২

সাহাব উদ্দীন বিশেষ, প্রতিবেদকঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমের ১৫তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রে সমন্বয়, জরুরি প্রতিক্রিয়া, কমিউনিটি পুলিশিং, সাইবার মনিটরিংসহ বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী দায়িত্ব পালনকালে রাজনৈতিক নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব পরিস্থিতিতে দক্ষতার সাথে প্রয়োগ করতে হবে। জনগণের আস্থা, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা, গুজব, সহিংসতা ও অপরাধী চক্র সক্রিয় হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের মানসিক ও কারিগরি প্রস্তুতি থাকা জরুরি”।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন)। এ সময় প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবহারিক সেশন, গ্রুপ ডিসকাশন, সিমুলেশন ওয়ার্কশপের মাধ্যমে সমসাময়িক আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন।