নারায়ণগঞ্জে একাধিক মামলার আসামি কে গ্রেফতার করেছে ডিবি
- Update Time : 10:23:28 am, Saturday, 6 December 2025
- / 22 Time View
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ নারায়নগন্ঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রুবেল মিয়া ও মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় এলজিইডি ভবনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত এ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আকাশ ওরফে রগকাটা আকাশ (৩২) কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা জানান—
পিতা: মৃত কাশেম, সাং: বুড়ির দোকান, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
অভিযানকালে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার রেকর্ড পর্যালোচনায় জানা যায়, আসামি আকাশের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।




















