Dhaka 10:01 pm, Friday, 5 December 2025

যুদ্ধবিরতি মানতে ইসরাইল কে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহবান লেবাননের

Reporter Name
  • Update Time : 08:10:36 pm, Friday, 5 December 2025
  • / 21 Time View
৩০

আন্তর্জাতিক ডেস্ক:লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। একইসঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ইসরাইল বারবার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। এগুলোকে তারা কৌশলগত মনে করে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আউন ‘ইসরাইলি পক্ষকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও সেনা প্রত্যাহারে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং প্রতিনিধিদলের কাছ থেকে চাপ প্রয়োগের আশা প্রকাশ করেছেন।

গত আগস্ট মাসে লেবানন সরকার হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করতে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ তাদের পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন হবে।

জাতিসংঘের প্রতিনিধিদল বৃহস্পতিবার দামেস্ক সফর করে এবং আউনের সঙ্গে বৈঠকের পর শনিবার মার্কিন দূত মরগান অরটাগাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

অপরদিকে হিজবুল্লাহ নিরস্ত্র হতে অস্বীকার করছে। যুদ্ধবিরতির পর থেকে তারা ইসরাইলি হামলার জবাব দেয়নি। তবে তারা গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে এক হামলায় তাদের সামরিক প্রধান নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যুদ্ধবিরতি মানতে ইসরাইল কে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহবান লেবাননের

Update Time : 08:10:36 pm, Friday, 5 December 2025
৩০

আন্তর্জাতিক ডেস্ক:লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। একইসঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ইসরাইল বারবার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। এগুলোকে তারা কৌশলগত মনে করে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আউন ‘ইসরাইলি পক্ষকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও সেনা প্রত্যাহারে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং প্রতিনিধিদলের কাছ থেকে চাপ প্রয়োগের আশা প্রকাশ করেছেন।

গত আগস্ট মাসে লেবানন সরকার হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করতে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ তাদের পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন হবে।

জাতিসংঘের প্রতিনিধিদল বৃহস্পতিবার দামেস্ক সফর করে এবং আউনের সঙ্গে বৈঠকের পর শনিবার মার্কিন দূত মরগান অরটাগাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

অপরদিকে হিজবুল্লাহ নিরস্ত্র হতে অস্বীকার করছে। যুদ্ধবিরতির পর থেকে তারা ইসরাইলি হামলার জবাব দেয়নি। তবে তারা গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে এক হামলায় তাদের সামরিক প্রধান নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।