পোস্টাল ভোট দিতে ১ লাখ ৭০ হাজার প্রবাসীর নিবন্ধন
- Update Time : 08:04:36 am, Thursday, 4 December 2025
- / 25 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ১০৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ১০৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৯০৭ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৯৭ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ২৭ হাজার ২ জন, যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৮৯৩ জন, সিঙ্গাপুরে ১০ হাজার ৩৭১ জন, যুক্তরাজ্যে ৯ হাজার ৬৪৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪৩৪ জন, মালয়েশিয়ায় ৯ হাজার ১০১ জন, কানাডায় ৮ হাজার ৯৯৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৮ হাজার ৫২ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৬৯১ জন, জাপানে ৬ হাজার ৮৮১ জন, কাতারে ৬ হাজার ৬৭৯ জন, ইতালিতে ৬ হাজার ৩৬০ জন, ওমানে ৫ হাজার ৮৯৮ এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭৫১ জন।
এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে বলেন, এখন পর্যন্ত আমরা ভালো সাড়া পাচ্ছি। প্রবাসীদের কাছে পৌঁছানোই মুখ্য বিষয়। আমরা বাংলাদেশি প্রবাসীদের কাছে পৌঁছাতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধনের মতো বিষয়ে সাইবার নিরাপত্তা ইস্যু সব সময় থাকে। এটা মোকাবিলা করেই আমরা সামনে অগ্রসর হচ্ছি।
তিনি আরো বলেন, কতজন প্রবাসী অ্যাপ ডাউনলোড করেছেন তার পুরো তথ্য এখনো আমরা পাইনি। তবে বুধবার সকাল পর্যন্ত অ্যান্ড্রয়েডে প্রায় ৪ লাখ ৩৫ হাজার প্রবাসী অ্যাপ ডাউনলোড করেছেন।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ওই সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যেকোন জায়গা থেকে এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।’
ইসি সচিব জানান, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। এজন্য তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এছাড়া বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা দিতে হবে।



















