Dhaka 12:30 pm, Thursday, 4 December 2025

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের সূত্র ঘোষণার আহবান এনসিপির

Reporter Name
  • Update Time : 04:54:47 am, Thursday, 4 December 2025
  • / 20 Time View
২৮

অগ্নিশিখা ডেস্কঃ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশনের (ইসি) উচিত দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন সূচি ঘোষণা করা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, কমিশন এখনও স্পষ্টভাবে সময়সূচি ঘোষণা করেনি; শুধু এক থেকে দুই সপ্তাহের মধ্যে জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

বুধবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেছেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনা করে নির্বাচন কমিশনকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, আগের বছরগুলোতে দুর্নীতির অভিযোগ ছিল এমন কয়েকজন কর্মকর্তা এখনও কমিশনে রয়েছেন। এনসিপি বহুবার ইসিকে এই তথ্য সরবরাহ করেছে এবং সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই না নির্বাচনী প্রক্রিয়ায় কোন ধরনের বাধা আসুক। সময়মতো স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এনসিপি তাতে পূর্ণ সহযোগিতা করবে। তবে কমিশন যদি পক্ষপাতিত্ব করে তবে কঠোর অবস্থান নিতে বাধ্য হব।

নাহিদ আরও বলেন, উপ-কমিশনার (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলো এখনও পরিষ্কার করা হয়নি। নিয়োগ প্রক্রিয়াটি অস্বচ্ছ, এবং রাজনৈতিক প্রভাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এজন্য তিনি ইসিকে সতর্ক থাকতে এবং নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিতের অনুরোধ জানান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতীক এবং বহুদলীয় গণতন্ত্রের সংস্কারের প্রস্তাবকে এনসিপি স্বাগত জানায়। প্রতিটি রাজনৈতিক দলকে নিজের প্রতীক, আদর্শ ও পরিচয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জোটের ক্ষেত্রে হলেও অংশীদাররা আলাদা প্রতীক রাখতে পারবে।

তবে নাহিদ অভিযোগ করে বলেন, একটি বিশেষ দল সরকার, ইসি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়ে এই সংস্কার বাতিল করতে চাচ্ছে, যাতে জোটের অংশীদাররা একক প্রতীকে নির্বাচন করতে পারে। যখন দাবি পূরণ করা হয়নি, তখন সংশ্লিষ্ট সংস্কারের বিরুদ্ধে আদালতে রিট দায়েরের মাধ্যমে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি চায়, সিইসি সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নিন এবং আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করুন।

তিনি আরও বলেন, প্রার্থীর হলফনামায় জমা দেওয়া সমস্ত তথ্য যাচাই করা এবং কোন অসঙ্গতি পেলে পদক্ষেপ নেওয়া ইসির কর্তব্য। আইন সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।

নাহিদ বলেন, নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্যে এবং প্রচারে অতিরিক্ত ব্যয় দেশের নির্বাচনী সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে। এর বিরুদ্ধে ইসিকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এনসিপি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তবে ডিসি ও এসপিদের রাজনৈতিক প্রভাবিত বদলি নির্বাচন পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।

সম্ভাব্য গণভোটের বিষয়ে তিনি বলেন, চার অংশে বিভক্ত প্রশ্নপত্রের ধরন এবং প্রতিটি ভোটে সময় লাগার বিষয়টি এখনও যাচাই করে দেখছে ইসি। তিনি সতর্ক করে বলেন, যথাযথ জনসচেতনতা তৈরি না হলে ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে পড়তে পারে এবং নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হতে পারেন।

এনসিপির আরেক নেতা নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ব্যবস্থাপনা সময়সাপেক্ষ; এ কারণে নির্বাচন কমিশন দ্রুত সময়সূচি চূড়ান্ত করতে চায়। তবে রাজনৈতিক সংকটও বিবেচনা করতে হবে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নির্বাচন সূচিতে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, করবে না। তিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়েছেন। সরকার তাকে সম্মান দেখাচ্ছে, আমরাও দেখাচ্ছি। তিনি সবারই আবেগের জায়গা; এটি বিএনপি রাজনীতির ঊর্ধ্বে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের সূত্র ঘোষণার আহবান এনসিপির

Update Time : 04:54:47 am, Thursday, 4 December 2025
২৮

অগ্নিশিখা ডেস্কঃ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশনের (ইসি) উচিত দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন সূচি ঘোষণা করা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, কমিশন এখনও স্পষ্টভাবে সময়সূচি ঘোষণা করেনি; শুধু এক থেকে দুই সপ্তাহের মধ্যে জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

বুধবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেছেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনা করে নির্বাচন কমিশনকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, আগের বছরগুলোতে দুর্নীতির অভিযোগ ছিল এমন কয়েকজন কর্মকর্তা এখনও কমিশনে রয়েছেন। এনসিপি বহুবার ইসিকে এই তথ্য সরবরাহ করেছে এবং সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই না নির্বাচনী প্রক্রিয়ায় কোন ধরনের বাধা আসুক। সময়মতো স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এনসিপি তাতে পূর্ণ সহযোগিতা করবে। তবে কমিশন যদি পক্ষপাতিত্ব করে তবে কঠোর অবস্থান নিতে বাধ্য হব।

নাহিদ আরও বলেন, উপ-কমিশনার (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলো এখনও পরিষ্কার করা হয়নি। নিয়োগ প্রক্রিয়াটি অস্বচ্ছ, এবং রাজনৈতিক প্রভাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এজন্য তিনি ইসিকে সতর্ক থাকতে এবং নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিতের অনুরোধ জানান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতীক এবং বহুদলীয় গণতন্ত্রের সংস্কারের প্রস্তাবকে এনসিপি স্বাগত জানায়। প্রতিটি রাজনৈতিক দলকে নিজের প্রতীক, আদর্শ ও পরিচয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জোটের ক্ষেত্রে হলেও অংশীদাররা আলাদা প্রতীক রাখতে পারবে।

তবে নাহিদ অভিযোগ করে বলেন, একটি বিশেষ দল সরকার, ইসি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়ে এই সংস্কার বাতিল করতে চাচ্ছে, যাতে জোটের অংশীদাররা একক প্রতীকে নির্বাচন করতে পারে। যখন দাবি পূরণ করা হয়নি, তখন সংশ্লিষ্ট সংস্কারের বিরুদ্ধে আদালতে রিট দায়েরের মাধ্যমে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি চায়, সিইসি সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নিন এবং আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করুন।

তিনি আরও বলেন, প্রার্থীর হলফনামায় জমা দেওয়া সমস্ত তথ্য যাচাই করা এবং কোন অসঙ্গতি পেলে পদক্ষেপ নেওয়া ইসির কর্তব্য। আইন সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।

নাহিদ বলেন, নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্যে এবং প্রচারে অতিরিক্ত ব্যয় দেশের নির্বাচনী সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে। এর বিরুদ্ধে ইসিকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এনসিপি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তবে ডিসি ও এসপিদের রাজনৈতিক প্রভাবিত বদলি নির্বাচন পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।

সম্ভাব্য গণভোটের বিষয়ে তিনি বলেন, চার অংশে বিভক্ত প্রশ্নপত্রের ধরন এবং প্রতিটি ভোটে সময় লাগার বিষয়টি এখনও যাচাই করে দেখছে ইসি। তিনি সতর্ক করে বলেন, যথাযথ জনসচেতনতা তৈরি না হলে ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে পড়তে পারে এবং নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হতে পারেন।

এনসিপির আরেক নেতা নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ব্যবস্থাপনা সময়সাপেক্ষ; এ কারণে নির্বাচন কমিশন দ্রুত সময়সূচি চূড়ান্ত করতে চায়। তবে রাজনৈতিক সংকটও বিবেচনা করতে হবে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নির্বাচন সূচিতে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, করবে না। তিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়েছেন। সরকার তাকে সম্মান দেখাচ্ছে, আমরাও দেখাচ্ছি। তিনি সবারই আবেগের জায়গা; এটি বিএনপি রাজনীতির ঊর্ধ্বে।