আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান
- Update Time : 10:52:08 am, Tuesday, 31 October 2023
- / 426 Time View
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে অবস্থান নেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এতে অংশ নেন।
এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পূর্বঘোষিত শান্তি সমাবেশ উপলক্ষে মিছিল নিয়ে জড়ো হচ্ছে আওয়ামী যুবলীগের ঢাকা-৮ আসনের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

























