তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি
- Update Time : 04:39:10 pm, Thursday, 6 November 2025
- / 60 Time View
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন—বিশেষ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আসনসহ তাদের ক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সমঝোতা হতে পারে।
তিনি বলেন, এখন রাজনীতিতে পেশিশক্তি, কালো টাকা ও স্থানীয় গডফাদারগিরির অপসংস্কৃতি প্রভাব বিস্তার করেছে—এ সংস্কৃতি চ্যালেঞ্জ করতেই এনসিপি সাধারণ ও খেটে খাওয়া মানুষের প্রতিনিধি দাঁড় করাতে চায়।
বুধবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ অনেকে।




















