গাইবান্ধা জেলার-২ আসনের সাবেক এমপি সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার
- Update Time : 07:43:26 am, Wednesday, 16 April 2025
- / 116 Time View
মোঃ নাফিস হাসনাইন,জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুরের একটি বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল)রাত ৯ টায় গাইবান্ধা জেলার সদর-২ আসনের সংসদ সদস্য এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবীর-কে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় দিনাজপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আফরোজা পারভিন কবীর এর নিজ বাড়ি হতে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসান মারুফ এর নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, আটককৃত শাহ্ সারোয়ার কবীর-এর বিরুদ্ধে গাইবান্ধা থানায় ২টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার। সে তার বোনের বাসা ঈদগা আবাসিক এলাকায় গত ১ মার্চ ২০২৫ হতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল তাকে আটক করে।























