দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২
- Update Time : 05:24:06 am, Saturday, 12 April 2025
- / 108 Time View
মোঃ নাফিস হাসনাইন, দিনাজপুর জেলা প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে শুক্রবার ১১ এপ্রিল ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সুন্দরবন নতুন ভুষিরবন্দর ২নং সুন্দরবন ইউনিয়নের রংপুর টু পঞ্চগড় গামী পাকা রাস্তা হাইওয়ে রোডে তৃপ্তি ফিলিং স্টেশন এর সামনে, রংপুর হইতে পঞ্চগড় গামী জাহেদা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ২ জনের কাছে ৬০০ পিস করে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত আসামীরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বৃদ্দা বাগিস গ্রামের মৃত আলা বক্স-এর পুত্র মোঃ কাসেম আলী (৫২) ও পানিমাছকুটি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সুজাত হোসেন (৪০)।পরবর্তীতে দিনাজপুর কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।























