গরমে ক্রিকেট খেলা নিয়ে এবার মুখ খুললেন তামিম
- Update Time : 10:14:14 am, Sunday, 6 April 2025
- / 202 Time View
ক্রীড়া প্রতিবেদক: ঈদের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। রোববার থেকে শুরু হয়েছে সুপার লিগ পর্বের লড়াই। তবে খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রচণ্ড গরম। মিরপুরের অনুশীলন শেষে এ বিষয়েই আলোকপাত করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির প্রতিনিধি তানজিদ হাসান তামিম। জানিয়েছেন গরমে খেলা নিয়ে নিজেদের মেইনটেন করার কথা, ‘ঈদের আগে এতটা গরম ছিল না। কালকে আমাদের প্রথম ম্যাচ। এর আগে দুইদিন আমাদের অনুশীলন সেশন ছিল। বেশ ভালোই গরম, আমাদের সবাইকে মেইনটেইন করতে হবে। যেভাবে রিকভারি করা যায় যতটা বেশি পানি খাওয়া যায়। নিজের শরীরকে যতটা রিকভারি রাখবো ততটা ম্যাচে ভালো হবে।’
কাগজে কলমে বড় দল হলেও আসরে ভালো করতে পারেনি রূপগঞ্জ। তামিম বলছিলেন, ‘আসলে আমরা এখনো পর্যন্ত চারটা ম্যাচ জিতছি। আরো ভালো করার সুযোগ ছিল, সেটা আমরা করতে পারি নাই। দুই তিনটা ম্যাচ অনেক বাজে খেলেছি। আমরা একটা দল হিসেবে, আমাদের দলটা অনেক ব্যালেন্স দল। এখনো খেলতে পারিনি ঈদের পরে সবাই এখন ফ্রেশ আছে। আশা করি কাল ভালো একটা শুরু করতে পারব আমরা।’
আপাতত ম্যাচ বাই ম্যাচের চিন্তা করছেন তামিম, ‘আসলে আমরা এখনো চিন্তা করতেছি না। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের, প্রত্যেককে ম্যাচে সেরাটা বের করতে হবে। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ তো আশা করছি আমরা ভালো একটা মোমেন্টাম যদি পাই কালকে, এটা ভালো হতে পারে আমাদের জন্য।
























