মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন
- Update Time : 06:32:20 am, Thursday, 27 March 2025
- / 92 Time View
অগ্নিশিখা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান গণহত্যা দিবস পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় আজ বুধবার রাতে কনসাল জেনারেল সেহেলী সাবরীন কনস্যুলেটে কর্মরত সবার উপস্থিতিতে কনস্যুলেট প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিশনের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদ এবং ২৪ এর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন তার বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতা চেতনাকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি দেশকে একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





















