Dhaka 2:39 pm, Tuesday, 16 December 2025

১০ ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
  • Update Time : 06:57:48 am, Saturday, 1 March 2025
  • / 162 Time View
২৮

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিওর উদ্যোগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হল রুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি এসটিএম ফখর উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম, সেবা)। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী,ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাইফুর এম রেফুল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া।

সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়। সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজি খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও লিবা বেগম। প্রশিক্ষণে ৩০ জন তরুণ ও ১৮ জন তরুণী অংশগ্রহণ করেন।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম, সেবা) বলেন, “শিক্ষার শেষ নেই, সাংবাদিকতার মান বৃদ্ধিতে এ প্রশিক্ষণ নতুনদের সহায়ক হবে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। অংশগ্রহণকারীদের এ প্রশিক্ষণ নিশ্চয়ই জ্ঞান বৃদ্ধি করেছে। এ জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ আয়োজন প্রশংসার দাবিদার।

সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী বলেন, “আমাদের সময় অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়েছে, এখন প্রযুক্তির কারণে অনেকটাই সহজ হয়েছে। তবে এই প্রযুক্তির অপব্যবহার করা যাবে না।

প্রশিক্ষণে কেন এ আয়োজন, সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা ও আইন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত ১০টি প্রশিক্ষণে প্রায় ২০০ জন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে দেশে-বিদেশে সাংবাদিকতায় কর্মরত এবং বিভিন্ন প্রেসক্লাবে জড়িত আছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন জানান, আগামীতে অন্যান্য উপজেলায় এ ধরনের কর্মশালা করার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১০ ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

Update Time : 06:57:48 am, Saturday, 1 March 2025
২৮

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিওর উদ্যোগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হল রুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি এসটিএম ফখর উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম, সেবা)। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী,ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাইফুর এম রেফুল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া।

সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়। সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজি খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও লিবা বেগম। প্রশিক্ষণে ৩০ জন তরুণ ও ১৮ জন তরুণী অংশগ্রহণ করেন।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম, সেবা) বলেন, “শিক্ষার শেষ নেই, সাংবাদিকতার মান বৃদ্ধিতে এ প্রশিক্ষণ নতুনদের সহায়ক হবে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। অংশগ্রহণকারীদের এ প্রশিক্ষণ নিশ্চয়ই জ্ঞান বৃদ্ধি করেছে। এ জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ আয়োজন প্রশংসার দাবিদার।

সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী বলেন, “আমাদের সময় অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়েছে, এখন প্রযুক্তির কারণে অনেকটাই সহজ হয়েছে। তবে এই প্রযুক্তির অপব্যবহার করা যাবে না।

প্রশিক্ষণে কেন এ আয়োজন, সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা ও আইন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত ১০টি প্রশিক্ষণে প্রায় ২০০ জন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে দেশে-বিদেশে সাংবাদিকতায় কর্মরত এবং বিভিন্ন প্রেসক্লাবে জড়িত আছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন জানান, আগামীতে অন্যান্য উপজেলায় এ ধরনের কর্মশালা করার আশাবাদ ব্যক্ত করেন।