জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুরে বিজিবির ৭৫০ সদস্য মোতায়েন
- Update Time : 05:25:58 pm, Thursday, 29 January 2026
- / 30 Time View
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘(হ্যাঁ)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ৭৫০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নির্বাচনের সার্বিক নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে বিজিবি বিশেষ ভূমিকা পালন করবে। সরাইল রিজিয়নের অধীন কুমিল্লা সেক্টরের আওতায় কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
আরো জানান, নির্বাচনী কার্যক্রমকে নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ২৯ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে, যা ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানান অধিনায়ক। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রসমূহে রেকি কার্যক্রম শুরু হয়ে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তা সম্পন্ন করা হবে।
কর্নেল মীর আলী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিটি উপজেলায় ন্যূনতম দুইটি করে প্লাটুন এবং ঝুঁকিপূর্ণ উপজেলায় তিনটি করে প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২২টি উপজেলায় ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৪৭টি প্লাটুনে বিভক্ত ৭৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকালীন নিরাপত্তা তদারকিতে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে। প্রতিটি প্লাটুনে বডি ওয়ার্ন ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি নির্বাচন-পূর্ব সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে কর্নেল মীর আলী এজাজ আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সকলের সম্মিলিত সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





















