শেরপুর-৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
- Update Time : 10:50:24 pm, Wednesday, 28 January 2026
- / 24 Time View
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের বিভিন্ন দলের প্রার্থীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান’ আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকেরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। একপর্যায়ে প্রার্থীরা মঞ্চে আসার পর সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতাকর্মীরা আগে থেকেই সামনের চেয়ারে বসা ছিলেন। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল তখনও অনুষ্ঠানস্থলে না পৌঁছানোয় তার সমর্থকেরা অপেক্ষায় ছিলেন। সামনে বসা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে শতাধিক চেয়ার ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে ও ভাঙচুর করা হয়। লন্ডভন্ড হয়ে যায় মঞ্চ।
সংঘর্ষের সময় গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। তাকে প্রথমে শেরপুরে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে প্রশাসন জানিয়েছে।

























