Dhaka 4:23 am, Wednesday, 28 January 2026

ভোট ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : 12:02:28 am, Wednesday, 28 January 2026
  • / 21 Time View

ফাইল ছবি

২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে: ট্যাক্সি ক্যাব,পিকআপ, মাইক্রোবাস, ট্রাক। সাথে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেলের চলাচলও সীমিত থাকবে।

তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক। জরুরি সেবা, ঔষধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র ইত্যাদি পরিবহনকারী যানবাহন।
বিমানবন্দর যাত্রা, দূরপাল্লার যাত্রী পরিবহন এবং আত্মীয়-স্বজনের যাতায়াত (প্রমাণসাপেক্ষে)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য নির্বাচনি এজেন্ট বা নির্বাচনি কাজে ব্যবহৃত যানবাহন (স্টিকার ও অনুমোদন প্রদর্শনের শর্তে)।
সাংবাদিক ও পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন, ইসি/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে।

মোটরসাইকেল চলাচলের অনুমোদন, নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তি ও কর্মকর্তাদের জন্য।
টেলিযোগাযোগ সেবা জরুরি হিসেবে বিবেচনা করে বিটিআরসি অনুমোদিত যানবাহন।

জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে স্থানীয় কর্তৃপক্ষের শিথিলতার অনুমতি।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনী পরিবেশ, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার নিরিখে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার/অন্যান্য কর্তৃপক্ষকে আরও যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা প্রদান করা হলো।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোট ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি

Update Time : 12:02:28 am, Wednesday, 28 January 2026
২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে: ট্যাক্সি ক্যাব,পিকআপ, মাইক্রোবাস, ট্রাক। সাথে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেলের চলাচলও সীমিত থাকবে।

তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক। জরুরি সেবা, ঔষধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র ইত্যাদি পরিবহনকারী যানবাহন।
বিমানবন্দর যাত্রা, দূরপাল্লার যাত্রী পরিবহন এবং আত্মীয়-স্বজনের যাতায়াত (প্রমাণসাপেক্ষে)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য নির্বাচনি এজেন্ট বা নির্বাচনি কাজে ব্যবহৃত যানবাহন (স্টিকার ও অনুমোদন প্রদর্শনের শর্তে)।
সাংবাদিক ও পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন, ইসি/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে।

মোটরসাইকেল চলাচলের অনুমোদন, নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তি ও কর্মকর্তাদের জন্য।
টেলিযোগাযোগ সেবা জরুরি হিসেবে বিবেচনা করে বিটিআরসি অনুমোদিত যানবাহন।

জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে স্থানীয় কর্তৃপক্ষের শিথিলতার অনুমতি।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনী পরিবেশ, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার নিরিখে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার/অন্যান্য কর্তৃপক্ষকে আরও যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা প্রদান করা হলো।