বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলভার ও গুলি
- Update Time : 02:47:06 pm, Wednesday, 28 January 2026
- / 33 Time View
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ২২টি মামলার আসামি সুজনকে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চাঁনপুর গ্রামে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাবের তথ্য অনুযায়ী, বন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় শীর্ষ সন্ত্রাসী সুজন ও তার বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল এবং আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে ঠিকাদার ও মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় ছিল নিয়মিত ঘটনা। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে তার বাহিনীর সদস্যরা নিয়মিত চাঁদা আদায় করত। স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ‘মাসোহারা’ আদায়ের অভিযোগও রয়েছে। সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করে নামমাত্র মূল্যে লিখে নেওয়া অথবা পেশিশক্তি প্রয়োগ করে উচ্ছেদের ঘটনায় এলাকায় কুখ্যাত হয়ে ওঠে সুজন।
আধিপত্য বজায় রাখতে সে প্রায়ই আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত। তার ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় গড়ে ওঠে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের একটি বিশাল মাদক নেটওয়ার্ক। এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
এই প্রেক্ষাপটে সুজন ও তার সহযোগীদের গ্রেফতারে র্যাব-১১ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অভিযানে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মো. রুবেল (৩৫), পিতা: মৃত আলী, তাকেও আটক করা হয়।
গ্রেফতারকৃত সুজন (২৯), পিতা: কানা মতিন এবং রুবেল—উভয়ের বাড়ি বন্দর থানার চাঁনপুর গ্রামে। র্যাব জানায়, সুজনের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
























