খুলনার দৌলতপুরে আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- Update Time : 08:55:30 pm, Wednesday, 28 January 2026
- / 27 Time View
ঐতিহ্যবাহী খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে মাদ্রাসার মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী আয়োজন শেষ হয়। একই সঙ্গে বার্ষিক পরীক্ষা ২০২৫-এ প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদ্রাসার অধ্যক্ষ ইয়াহ ইয়া মোল্লা। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সুপার মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জাহাঙ্গীর হোসাইন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সেলিম হোসেন ও হাজেরা পারভিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী মৌলভী মাওলানা আবুল হাসান, মাওলানা কবির হোসাইন, সহকারী মৌলভী মাওলানা মো. মিজানুর রহমান, মুফতি মাওলানা সেলিম রেজা, মোড়ল জাহিদুর রহমান, মুন্নি আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা আবুল হাসান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

























