Dhaka 4:22 am, Wednesday, 28 January 2026
অপপ্রচারের আড়ালে ‘মাদক ডন’র আসল পরিচয় উন্মোচন

মিরপুরের শীর্ষ মাদক সম্রাট ‘পিচ্চি মনির’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:22:59 pm, Tuesday, 27 January 2026
  • / 34 Time View
৪১

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় মাদক ও অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি, দুর্ধর্ষ মাদক সম্রাট মো. মনিরুজ্জামান ওরফে ‘পিচ্চি মনির’ ওরফে ‘নাটা মনির’-কে সফল অভিযানে গ্রেফতার করেছে র্যাব-দেশ ও জনগণের নিরাপত্তায় নিয়োজিত র্যাব যখন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে, তখন এই কুখ্যাত অপরাধীকে বাঁচাতে একটি স্বার্থান্বেষী মহল ‘ভুল ব্যক্তি গ্রেফতার’ এর বানোয়াট অজুহাতে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে, গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মাদক ব্যবসার দীর্ঘ অপরাধমূলক রেকর্ড (FIR) পাওয়া গেছে।

একই ব্যক্তির বহু ছদ্মনাম: পিচ্চি মনির থেকে অপরাধ জগতের ডন। তদন্তে বেরিয়ে এসেছে যে, গ্রেফতারকৃত মনিরুজ্জামান নিজেকে আড়াল করতে ‘পিচ্চি মনির’, ‘নাটা মনির’ এবং ‘রেন্ট-এ-কার মনির’—এই তিনটি ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে আসছিল। মিরপুর গুদারাঘাট এলাকায় সাধারণ মানুষের কাছে সে এক মূর্তিমান আতঙ্ক। রেন্ট-এ-কার ব্যবসার আড়ালে সে মূলত মাদকের এক বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ইয়াবা সরবরাহ করে আসছিল।

আইনের খাতায় মাদক সম্রাট মনিরের রেকর্ড: গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার অপরাধের কিছু উল্লেখযোগ্য

রেকর্ড নিচে দেওয়া হলো: মামলা ১: তারিখ ১৬/১২/২০২৫, এফআইআর নং-৬, জিআর নং-২২৩; ধারা- ৩৮(১) ও ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। মামলা ২: তারিখ ২৩/০২/২০২৩, এফআইআর নং-০৪/১৫৭; ধারা- ৩৬(১) সারণির। ​মামলা ৩: তারিখ ২৪/০৭/২০২৩, জিআর সারণির ৮(ঘ) ও ৪১/০৬(১) সারণির ৮(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, আরো অন্যান মামলা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে ।

জবরদখল ও মাদকের আস্তানা
​এই মাদক সম্রাটের আয়ের উৎস কেবল মাদক নয়, বরং ভূমি দস্যুতাও তার অন্যতম পেশা। শাহআলী এইচ ব্লকের ৫ নম্বর রোডের মাথায় মনিরের যে আলিশান দোতলা ভবনটি রয়েছে, সেটি মূলত সাধারণ মানুষের জায়গা জবরদখল করে অবৈধভাবে গড়ে তোলা। এই বাড়িটিই ছিল এলাকার মাদকের প্রধান ট্রানজিট পয়েন্ট এবং অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল।

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
​র্যাব-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও পূর্ববর্তী মামলার রেকর্ডের ভিত্তিতেই এই মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখা হয়েছে। মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে র্যাবের অভিযান আরও বেগবান করা হবে।

​ ভুল গ্রেফতার নয়, ধরা পড়েছে কুখ্যাত মাদক সম্রাট ‘পিচ্চি মনির’! যিনি নিজেকে রেন্ট-এ-কার ব্যবসায়ী দাবি করছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা (FIR No: 6, 04/157) রয়েছে। ‘পিচ্চি মনির’ বা ‘নাটা মনির’ নামে পরিচিত এই মাদক ডনের আসল ঠিকানা এখন জেলখানা। র্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চিহ্নিত অপরাধীকে বাঁচানো যাবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অপপ্রচারের আড়ালে ‘মাদক ডন’র আসল পরিচয় উন্মোচন

মিরপুরের শীর্ষ মাদক সম্রাট ‘পিচ্চি মনির’ গ্রেফতার

Update Time : 07:22:59 pm, Tuesday, 27 January 2026
৪১

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় মাদক ও অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি, দুর্ধর্ষ মাদক সম্রাট মো. মনিরুজ্জামান ওরফে ‘পিচ্চি মনির’ ওরফে ‘নাটা মনির’-কে সফল অভিযানে গ্রেফতার করেছে র্যাব-দেশ ও জনগণের নিরাপত্তায় নিয়োজিত র্যাব যখন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে, তখন এই কুখ্যাত অপরাধীকে বাঁচাতে একটি স্বার্থান্বেষী মহল ‘ভুল ব্যক্তি গ্রেফতার’ এর বানোয়াট অজুহাতে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে, গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মাদক ব্যবসার দীর্ঘ অপরাধমূলক রেকর্ড (FIR) পাওয়া গেছে।

একই ব্যক্তির বহু ছদ্মনাম: পিচ্চি মনির থেকে অপরাধ জগতের ডন। তদন্তে বেরিয়ে এসেছে যে, গ্রেফতারকৃত মনিরুজ্জামান নিজেকে আড়াল করতে ‘পিচ্চি মনির’, ‘নাটা মনির’ এবং ‘রেন্ট-এ-কার মনির’—এই তিনটি ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে আসছিল। মিরপুর গুদারাঘাট এলাকায় সাধারণ মানুষের কাছে সে এক মূর্তিমান আতঙ্ক। রেন্ট-এ-কার ব্যবসার আড়ালে সে মূলত মাদকের এক বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ইয়াবা সরবরাহ করে আসছিল।

আইনের খাতায় মাদক সম্রাট মনিরের রেকর্ড: গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার অপরাধের কিছু উল্লেখযোগ্য

রেকর্ড নিচে দেওয়া হলো: মামলা ১: তারিখ ১৬/১২/২০২৫, এফআইআর নং-৬, জিআর নং-২২৩; ধারা- ৩৮(১) ও ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। মামলা ২: তারিখ ২৩/০২/২০২৩, এফআইআর নং-০৪/১৫৭; ধারা- ৩৬(১) সারণির। ​মামলা ৩: তারিখ ২৪/০৭/২০২৩, জিআর সারণির ৮(ঘ) ও ৪১/০৬(১) সারণির ৮(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, আরো অন্যান মামলা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে ।

জবরদখল ও মাদকের আস্তানা
​এই মাদক সম্রাটের আয়ের উৎস কেবল মাদক নয়, বরং ভূমি দস্যুতাও তার অন্যতম পেশা। শাহআলী এইচ ব্লকের ৫ নম্বর রোডের মাথায় মনিরের যে আলিশান দোতলা ভবনটি রয়েছে, সেটি মূলত সাধারণ মানুষের জায়গা জবরদখল করে অবৈধভাবে গড়ে তোলা। এই বাড়িটিই ছিল এলাকার মাদকের প্রধান ট্রানজিট পয়েন্ট এবং অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল।

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
​র্যাব-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও পূর্ববর্তী মামলার রেকর্ডের ভিত্তিতেই এই মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখা হয়েছে। মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে র্যাবের অভিযান আরও বেগবান করা হবে।

​ ভুল গ্রেফতার নয়, ধরা পড়েছে কুখ্যাত মাদক সম্রাট ‘পিচ্চি মনির’! যিনি নিজেকে রেন্ট-এ-কার ব্যবসায়ী দাবি করছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা (FIR No: 6, 04/157) রয়েছে। ‘পিচ্চি মনির’ বা ‘নাটা মনির’ নামে পরিচিত এই মাদক ডনের আসল ঠিকানা এখন জেলখানা। র্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চিহ্নিত অপরাধীকে বাঁচানো যাবে না।