বিশ্বনাথে মেধাবী শিক্ষার্থীদের ‘আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’-এর বৃত্তি প্রদান
- Update Time : 10:07:46 pm, Tuesday, 27 January 2026
- / 24 Time View
বিশ্বনাথে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘মোঃ আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’-এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার দেওকলস এলাকার কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এবারের আয়োজনে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন, ৬টি হাফিজিয়া মাদ্রাসার ১২ জন, ৫টি দাখিল মাদ্রাসার ১০ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীসহ মোট ৬৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে এবং বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আছকির আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি মোঃ গুলজার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মুহসিনুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম সিরাজ, তোফাজ্জল হোসেন তোফায়েল, নুরুল ইসলাম, কাওসার আহমদ, রফিক আহমদ, শাহাবুদ্দিন, আজির উদ্দিন, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী, দেওকলস ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দেওকলস ইউপি যুবদল নেতা মুজাহিদ মিয়া, জয়নাল আবেদীন, সংগঠক প্রবীর দেব ও সুবীর দেব প্রমুখ।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
























