দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান
দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চায় জামায়াত: বাগেরহাটে ডা. শফিকুর রহমান
- Update Time : 11:23:29 pm, Tuesday, 27 January 2026
- / 18 Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো।” তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত—এমন কথা কেউ কখনও শোনেননি।
মঙ্গলবার রাতে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে, আমরা তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছি।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করছে।
নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আজ অসংখ্য নারী জামায়াতের পক্ষে মাঠে কাজ করছেন ও রাজপথে নেমেছেন। তারা বিশ্বাস করেন, জামায়াতে ইসলামীর হাতেই তাদের ইজ্জত ও জানমাল নিরাপদ থাকবে।”
তিনি অভিযোগ করেন, দলের ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে এবং হাজারের বেশি নেতাকর্মীকে গুম বা হত্যা করা হয়েছে। এছাড়া আড়াই শতাধিক সহকর্মীকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, দলীয় নিবন্ধন ও প্রতীক বাতিল এবং সংগঠন নিষিদ্ধ করার কথাও উল্লেখ করেন তিনি।
জনসভায় তিনি আগামী নির্বাচনে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’-য় ভোট দেওয়ার আহ্বান জানান।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শেখ কামরুল আলম এবং বাগেরহাটের চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।



















