ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ফতুল্লায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- Update Time : 11:44:47 pm, Tuesday, 27 January 2026
- / 35 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ফতুল্লায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অতীতে নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এবারের নির্বাচন নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কিংবা পেশিশক্তি প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি, এনসিপি, জমিয়তে ইসলাম, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহারে উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, র্যাব-১১-এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত, সশস্ত্র বাহিনীর কমান্ডিং অফিসার মেজর আয়াজ, নির্বাচন অফিসার আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



















