কর কাঠামো সংস্কারে ৫৫ সুপারিশ, ২০৩৫ সালে কর-জিডিপি ২০% লক্ষ্যমাত্রা
- Update Time : 10:21:06 pm, Tuesday, 27 January 2026
- / 28 Time View
দেশের কর-জিডিপি অনুপাত বাড়ানো ও কর ব্যবস্থার কাঠামোগত সংস্কারের লক্ষ্যে ৫৫ দফা সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারের নেতৃত্বে ১১ সদস্যের টাস্কফোর্স প্রতিবেদনটি হস্তান্তর করে। এতে কর ব্যবস্থাকে জটিল ও পরোক্ষ করনির্ভর উল্লেখ করে মৌলিক সংস্কারের সুপারিশ করা হয়।
প্রতিবেদনে ২০৩০ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১২% এবং ২০৩৫ সালের মধ্যে ২০%-এ উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত ৩০:৭০ থেকে ৫০:৫০-এ আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে কর ব্যবস্থায় ডিজিটালাইজেশন, এআইভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকিভিত্তিক অডিট, শুল্ক কাঠামো আধুনিকায়ন এবং ভ্যাটে একক হারের দিকে অগ্রসর হওয়া।
প্রধান উপদেষ্টা বলেন, সময় স্বল্প হলেও নীতিগুলোর বাস্তবায়ন শুরু করা হবে। অর্থ উপদেষ্টা জানান, প্রতিবেদনটি রাজস্ব সংস্কারে গাইডলাইন হিসেবে কাজ করবে।

























