Dhaka 4:22 am, Wednesday, 28 January 2026

আসন্ন নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:49:58 pm, Tuesday, 27 January 2026
  • / 32 Time View
৩৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনাদের জন্য এ মুহূর্তটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি আপনাদের ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়েছে। আপনারা বৈধ অধিকার পুনরুদ্ধার করেছেন।”

তিনি আরও বলেন, প্রবেশনারদের পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভবিষ্যৎ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রধান বর্তমান বৈশ্বিক বাস্তবতার প্রসঙ্গ তুলে বলেন, “আজ আমরা এক নতুন বিশ্বে দাঁড়িয়ে আছি। সাইবার জগতে অপরাধ বাড়ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে উঠছে। কেবল প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না; প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা।”

তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও সমানভাবে প্রতিফলিত হতে হবে। পাশাপাশি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও বিধি-বিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা নিয়োগবঞ্চিত হয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে নিয়োগ লাভ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আসন্ন নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহারুল আলম

Update Time : 11:49:58 pm, Tuesday, 27 January 2026
৩৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনাদের জন্য এ মুহূর্তটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি আপনাদের ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়েছে। আপনারা বৈধ অধিকার পুনরুদ্ধার করেছেন।”

তিনি আরও বলেন, প্রবেশনারদের পূর্বতন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভবিষ্যৎ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রধান বর্তমান বৈশ্বিক বাস্তবতার প্রসঙ্গ তুলে বলেন, “আজ আমরা এক নতুন বিশ্বে দাঁড়িয়ে আছি। সাইবার জগতে অপরাধ বাড়ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে উঠছে। কেবল প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না; প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা।”

তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও সমানভাবে প্রতিফলিত হতে হবে। পাশাপাশি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও বিধি-বিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা নিয়োগবঞ্চিত হয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে নিয়োগ লাভ করেছেন।