আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
- Update Time : 10:55:10 pm, Tuesday, 27 January 2026
- / 18 Time View
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের কোনো চেষ্টা করতে দেওয়া হবে না। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
ঢাকা-৮ আসনে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবীবুল্লাহ বাহার কলেজে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও হামলার অভিযোগ তোলেন তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে একটি দল আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সুবিধা নিচ্ছে। সহিংসতার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।



















