Dhaka 11:41 pm, Monday, 26 January 2026

শৈশবে শিশুদের শিক্ষায় পিতা-মাতার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: শাবিপ্রবি ভিসি সরওয়ার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • Update Time : 09:09:17 pm, Monday, 26 January 2026
  • / 34 Time View
৪১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন পিতা-মাতা। তাই শৈশবে শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকায় অবস্থিত বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ২৫তম বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে, ৩২ বছর আগে এখানে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র মতো একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি নিজ এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে অসামান্য অবদান রেখে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এ অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ট্রাস্টের উদ্যোগে উপজেলার ১০টি ক্যাটাগরিতে ৬৬৬ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৪০ লাখ ৩৬ হাজার টাকার নগদ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, প্রতিবছর বোর্ড পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়। ট্রাস্টের উদ্যোগে পরীক্ষার আগে দক্ষ শিক্ষকদের মাধ্যমে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পুরাণ বাজার মাছাহাটা মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়। ট্রাস্টের প্রয়াত ট্রাস্টিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টি মাওলানা আশরাফুর রহমান। ঘোষণাপত্র পাঠ করেন ট্রাস্টের ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন।

ট্রাস্টের প্রেসিডেন্ট মাফিজ খানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি গুলজার খান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু ও প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিরপুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড অফিসার আব্দুল হামিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টের ট্রাস্টি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শৈশবে শিশুদের শিক্ষায় পিতা-মাতার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: শাবিপ্রবি ভিসি সরওয়ার

Update Time : 09:09:17 pm, Monday, 26 January 2026
৪১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন পিতা-মাতা। তাই শৈশবে শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকায় অবস্থিত বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ২৫তম বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে, ৩২ বছর আগে এখানে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র মতো একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি নিজ এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে অসামান্য অবদান রেখে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এ অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ট্রাস্টের উদ্যোগে উপজেলার ১০টি ক্যাটাগরিতে ৬৬৬ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৪০ লাখ ৩৬ হাজার টাকার নগদ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, প্রতিবছর বোর্ড পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়। ট্রাস্টের উদ্যোগে পরীক্ষার আগে দক্ষ শিক্ষকদের মাধ্যমে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পুরাণ বাজার মাছাহাটা মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়। ট্রাস্টের প্রয়াত ট্রাস্টিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টি মাওলানা আশরাফুর রহমান। ঘোষণাপত্র পাঠ করেন ট্রাস্টের ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন।

ট্রাস্টের প্রেসিডেন্ট মাফিজ খানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি গুলজার খান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু ও প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিরপুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড অফিসার আব্দুল হামিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টের ট্রাস্টি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।