ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড ৩০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ
- Update Time : 07:39:35 pm, Monday, 26 January 2026
- / 22 Time View
ফকিরহাটে পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকার পানচাষি শেখ খায়রুল বাসারের পানের বরজে এ ঘটনা ঘটে। ওই পানচাষি ও স্থানীয়রা টের পেয়ে পানি ছিটিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে সব পুড়ে গেছে বলে জানান। আগুন নেভাতে যেয়ে ২/৩ জন আহত হয়।
এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। শত্রুতামূলকভাবে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে জানান তিনি।
পানচাষি মোঃ খায়রুল বাসার বলেন, তিনি বিদেশ থেকে বাড়িতে এসে দুই বিঘা জমির উপর পানের বরজ করেন। হাইব্রিট জাতের পান চাষে অধিক মুনাফা হবে বলে তিনি এ ফসল উৎপাদনে আগ্রহী হয়েছিলেন এবং তার পান বরাজে ৫/৬ জন শ্রমিক নিয়োজিত ছিলো, উক্ত ঘটনায় তারা নির্বাক হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে বলে জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পানচাষি শেখ খায়রুল বাসার থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। কিভাবে ওই পানের বরজে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

























