Dhaka 12:39 am, Tuesday, 27 January 2026

পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:24:05 pm, Monday, 26 January 2026
  • / 19 Time View
২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ স্টাফ কলেজে দক্ষ ও যোগ্য অফিসারদের পদায়ন এবং নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন।

সোমবার পুলিশ স্টাফ কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষণের গুণগত মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিতভাবে এখানে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী হন।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন।

সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Update Time : 10:24:05 pm, Monday, 26 January 2026
২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ স্টাফ কলেজে দক্ষ ও যোগ্য অফিসারদের পদায়ন এবং নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন।

সোমবার পুলিশ স্টাফ কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষণের গুণগত মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিতভাবে এখানে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী হন।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন।

সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।